
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে ভিপি পদে ১০ জন, জিএস পদে ৯ জনসহ মোট ১৭৯ জন প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষিত হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ১৭৯ জন প্রার্থীর মধ্যে ভিপি পদে ১০ জন ও জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাছাড়া, ৮৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছে এবং ৬ জন দুই পদে মনোনয়ন চাওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে মোট ৯২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তবে ভিপি ও জিএস পদ ছাড়া বাকি পদগুলোতে কতজন করে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা এখনও জানা যায়নি।
নির্বাচন কমিশনের সদস্যসচিব আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার মধ্য দিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। এতে বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539