বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
গত কাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) বোচাগঞ্জ উপজেলার ৬নং রনগাঁও ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টির মাসিক কর্মশালা ও মতবিনিময় সভা।
অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান।
সভায় সভাপতিত্ব করেন ৬ নং রনগাঁও ইউনিয়নের জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী মোঃ নুর ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন ডাঃ ভগিরত চন্দ্র দেব।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়নের যুগ্ম সমন্বয়কারী মোঃ রানা, মোঃ খাইরুল ইসলাম, ডাঃ মোঃ সাজির উদ্দিনসহ জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নেতা–কর্মী ও সাধারণ জনগণ।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539