মোঃ নাঈম হাওলাদার
দৈনিক দক্ষিণের অপরাদ সংবাদ
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন সবসময় সমাজের কল্যাণে কাজ করে আসছে। এর ধারাবাহিকতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ফ্রি ব্লাড নির্ণয় কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে সচেতন করা এবং প্রয়োজনীয় সময়ে দ্রুত চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা।
এই কার্যক্রমের আওতায় অংশগ্রহণকারীদের ব্লাড গ্রুপ নির্ণয় করে দেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে রক্তদানের ক্ষেত্রে সহায়ক হবে। পাশাপাশি শিক্ষার্থীদের রক্তের গুরুত্ব, রক্তদানের উপকারিতা ও স্বাস্থ্যসচেতনতা সম্পর্কেও অবহিত করা হচ্ছে।
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে রক্তের প্রয়োজনে দ্রুত সাড়া দিতে তরুণ সমাজকে প্রস্তুত করবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539