দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার চৌমুহনী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে অস্ত্রের মালিক সন্দেহে যুবক শাকিলকে আটক করার আগে তিনি পালিয়ে যান।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রাজু সোলতার বাড়ি এলাকায় বিরোধে জড়ায় দু’পক্ষ। মারামারির খবর পেয়ে এসআই আব্দুল রাজ্জাক ও মাহবুব আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। মারামারি থামানোর একপর্যায়ে শাকিলের কোমরে সন্দেহজনক বস্তু দেখতে পান পুলিশ সদস্যরা। তল্লাশির চেষ্টা করলে তিনি দৌড়ে পালিয়ে যান।
চৌমুহনী বাজার এলাকায় ধাওয়া করেও ধস্তাধস্তির মধ্যে ফসকে যান শাকিল। তবে ওই সময় যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
খবর পেয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ ঘটনাস্থলে পৌঁছান এবং পরে শাকিলের বাড়িতে অভিযান চালানো হলেও কাউকে পাওয়া যায়নি।
ওসি নুর আহমদ বলেন, বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শাকিল শাহ আলমের ছেলে, তাকে এবং সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539