দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
খুলনার ডুমুরিয়ায় জিয়েলতলা মহামায়া আশ্রমের ধর্মগুরু নারায়ণ চন্দ্র রায় (৬০)কে আটক করেছে পুলিশ।
১৫ বছর বয়সী এক কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বুধবার (২৭ আগস্ট ২০২৫) ভোরে আশ্রম প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
তিনি জিয়েলতলা গ্রামের মৃত হরিপদ রায়ের ছেলে।
উল্লেখ্য "গত ১৬ জুলাই আশ্রমের পাশের গ্রাম কদমতলা এলাকায় এক ভক্তের আহ্বানে তাদের বাড়িতে পারিবারিক ধর্মীয় অনুষ্ঠানে যান নারায়ণ গোস্বামী। তিনি সেখানে রাত্রী যাপন করেন।
এদিকে গৃহকর্তা ও কর্ত্রীর অবর্তমানে রাত ৩টার দিকে গোসাই মেয়ের সাথে অনৈতিক কাজের জন্য বল প্রয়োগ করেন। একপর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে যায়।
সকালে ঘুম থেকে উঠলে বিষয়টি কাউকে না বলার জন্য গোসাই মেয়েটিকে ভয়ভীতি দেখান।
মেয়ের বাবা বলেন, ঘটনার পর থেকে মেয়ে আমাদের সাথে অস্বাভাবিক আচারণ শুরু করে। একপর্যায়ে ঘটনার ৩দিন পর মেয়ে সব কিছু খুলে বলে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা জানান, কদমতলা গ্রামের এক কন্যা শিশু ধর্ষণের ঘটনায় জিয়েলতলা গ্রামের নারায়ন চন্দ্র রায়কে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় থানায় শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। এদিকে জেলা পুলিশের ভাষ্যমতে ধর্ষণ চেষ্টার মামলায় নারায়ণ চন্দ্রকে আটক করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539