দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ঝালকাঠির রাজাপুরে পুকুরে পড়ে ফাহিমা আক্তার (১৮) নামের এক যুবতীর মৃ*ত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে উপজেলার নৈকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাহিমা আক্তার ওই গ্রামের মৃ*ত সেলিম খানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফাহিমা ঘরের সামনে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দেখতে পান তার শ্বাস-প্রশ্বাস নেই। পরে স্থানীয়রা নিশ্চিত হন যে তিনি মা*রা গেছেন।
পরিবারের দাবি, ফাহিমা দীর্ঘদিন ধরে মৃ*গী রোগে আ*ক্রান্ত ছিলেন। অসুস্থতার কারণেই তিনি দুর্ঘটনাবশত পুকুরে পড়ে যায়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539