মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারাভিযান উপলক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ মোজাহারুল ইসলাম।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাসান আলীর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একরামুল হকের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহ-সভাপতি নওশাদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র উপদেষ্টা রবিউল গনি, পরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম, তাঁতিদলের আহ্বায়ক লুৎফর রহমান ও ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আমরা নবায়ন তাদেরকেই করবো যারা বিগত ফ্যাসিস্ট আমলে বিএনপি’র পতাকা উড়িয়েছেন, যারা ভয় না পেয়ে আন্দোলনে পাশে থেকেছেন। আসন্ন নির্বাচনে কোনো অপশক্তির কৌশল কার্যকর হবে না। প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামোর ৩১ দফা জানাতে হবে। তিনি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, যেখানে সব ধর্ম-বর্ণ-পেশার মানুষ সমান অধিকার ভোগ করবে।”
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539