বিশেষ প্রতিনিধি
বাইতুন মামুন :-
ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে অবৈধ খুঁটি জাল স্থাপন উচ্ছেদে ভ্রাম্যমাণ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে মৎস্য বিভাগ।
মঙ্গলবার (২৬ আগস্ট) সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের তথ্য ও পরামর্শ এবং ভোলা জেলা মৎস্য কর্মকর্তা জনাব বিশ্বজিৎ কুমার দেব এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেন, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম শুভ এবং তজুমদ্দিন মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অভিযানকালে অবৈধ খুঁটি বসানোর কাজে ব্যবহৃত ০১ সেট পাম্প মেশিন জব্দ করা হয়। এছাড়া একটি স্থায়ী স্থাপনা কেটে ধ্বংস করা হয় এবং প্রায় ৫,০০০ (পাঁচ হাজার) খুঁটি জাল বৈদ্যুতিক মেশিনের সাহায্যে কেটে সম্পূর্ণ ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন, তজুমদ্দিনের একটি বিশেষ টিম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নদীর প্রাকৃতিক পরিবেশ ও মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539