
দৌলতখান (ভোলা) প্রতিনিধি:
ভোলার দৌলতখান উপজেলার হাজিপুর ইউনিয়নে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) ডিলার লোকমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, তিনি টিসিবির পণ্য সরবরাহে স্বচ্ছতা বজায় রাখছেন না এবং ইচ্ছামতো বন্টন করছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাধারণ মানুষ টিসিবির নির্ধারিত কার্ড নিয়ে ডিলারের কাছে পণ্য চাইতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। এ সময় স্থানীয় কিছু লোক সাধারণ ভোক্তাদের উপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী অভিযোগ করে বলেন,
"আমার টিসিবির কার্ড আছে। আমি ডিলারের কাছ থেকে পণ্য চাইতে গেলে স্থানীয় কিছু মানুষ আমাকে মারধর করে।"
এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, টিসিবির মতো সরকারি সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কথা থাকলেও কিছু অসাধু ডিলারের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ বিষয়ে অভিযুক্ত ডিলার লোকমানের বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539