দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ঘটনার বিবরণ:
২৬ আগস্ট ২০২৫ তারিখ দুপুর ১.৩০ ঘটিকায় চাঁদপুর পৌরসভার চিত্রলেখা মোড় সংলগ্ন সিংহপাড়াস্থ চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা ও চাঁদপুর-০৩ আসনের মনোনয়নপ্রত্যাশী জনাব আজম খানের বাসভবনে হামলার ঘটনা ঘটে।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও একই আসনের অপর মনোনয়নপ্রত্যাশী জনাব শেখ ফরিদ আহমেদ মানিকের অনুসারীগণ—জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সোহাগের নেতৃত্বে আনুমানিক ১০-১২ জন দেশীয় অস্ত্রশস্ত্রসহ উপস্থিত হয়ে স্লোগান প্রদান, অশালীন ভাষায় গালাগাল, বাসার দরজা-জানালা ভাঙচুর এবং নেতা-কর্মীদের উপর হামলা চালায়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539