দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
আজ দুপুর ৩:২৫ মিনিটে ইন্ডিগো বিমানে ওমান থেকে দেশে ফিরেছেন সুমন নামের এক রেমিট্যান্স যোদ্ধা। দেশে ফিরলেও তিনি এখন দিশেহারা। বিমানবন্দরে উদ্দেশ্যহীন চলাফেরা দেখে এভিয়েশন সিকিউরিটি সদস্যরা তাকে শনাক্ত করেন।
পরে এভিয়েশন সিকিউরিটি কন্ট্রোল রুম থেকে তাকে নিরাপদে হস্তান্তরের জন্য পাঠানো হয় ব্র্যাক লার্নিং সেন্টার, আশকোনা-তে। বর্তমানে তিনি ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্ত্বাবধানে আছেন।
দুঃখজনকভাবে সুমন তার নাম ছাড়া আর কিছুই বলতে পারছেন না। কখনো বলছেন তার বাড়ি ফেনী, কখনো বরিশাল, আবার কখনো ঢাকায়। তার কাছে কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট নেই। মানসিক অসুস্থতার কারণে নিজের পরিচয় জানাতেও তিনি অক্ষম।
আমরা তার প্রকৃত পরিবার বা স্বজনদের খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করছি।
যদি কেউ সুমনকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ দিতে পারেন, দয়া করে আল আমিন নয়ন ( 01712197854) এ যোগাযোগ করুন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539