
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
বিশেষ প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে সীমানা প্রাচীর ণির্মাণ কাজে বাঁধা সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে ফয়জুল্লাহ্ (৪৪) নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলা ৬ নং ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের বাসিন্ধা ইসলাম উদ্দীনের ছেলে ও দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাক্তার রবিউল আলম এক বছর পূর্বে রাণীসংকৈল উপজেলার চন্দনচহট মৌজার জে,এল নং- ১৮, এসএ খতিয়ান নং - ৩১৯, দাগ নং -৩৯৬৮ মোট জমির পরিমান ০৮ শতকের মধ্যে ০৪ শতক জমি কবলা খরিদমূলে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসে। এক পর্যায়ে ডাক্তার রবিউল আলমের বাবা ইসলাম উদ্দীন ওই জমিতে গত শনিবার (২৩ আগস্ট/২৫) সকল হতে রাজ মিস্ত্রি শ্রমিক দিয়ে সীমানা প্রাচীর ণির্মাণ করতে থাকলে সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলার কলন্দা পশ্চিমপাড়া গ্রামের সিরাজুল ইসলামে ছেলে হুসেন আলী (৩৫), ও মুক্তার হোসেনের নেতৃত্বে এলাকার ২৫/৩০ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী দল বেঁধে হাতে ধারালো দেশীয় অস্ত্র, লোহার রড, বাঁশের লাঠি হাতে নিয়ে সীমানা প্রাচীর ণির্মান কাজে বাঁধা প্রদান করলে এসময় ণির্মাণ রাজ মিস্ত্রি শ্রমিকেরা প্রাণের ভয়ে ঘটনাস্থ থেকে নিরাপদ স্থানে সড়ে যায়। পরে ভূমি দস্যু সন্ত্রাসীরা বাড়ী ফেরার পথিমধ্যে পূর্বের জমির মালিক রাণীশংকৈল উপজেলার চন্দনচহট ফাড়াবাড়ী গ্রামের আলহাজ্ব মোঃ সলেমান আলীর ছেলে ফয়জুল্লাহ্ (৪৪) কে সন্ত্রাসীরা আটক করে এলোপাথারীভাবে মারপিট করে গুরুতর কাঁটা যখম করে পালিয়ে যায়।
পরে এলাকাবাসীদের সহায়তায় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় পূর্বের জমির মালিক আহত ফয়জুল্লাহ্ বাদী হয়ে হারুন মোঃ হারুন (৩০), হুসেন আলী (৩৫), মুক্তার হোসেন (২৫), রমজান আলী (৪০), আনারুল হক (৫০), মোকলেসুর (৫০), আবেদুর রহমান (৩৫), সিরাজুল ইসলাম (৬০), মুন্নাফ (৫৫), আনারুল অরফে ছুট, শহিদুল ইসলাম (৫৫), পিতা- মৃত সলিম উদ্দীন,রুপসানা বেগম (৪৫), লিপি আক্তার (৩০), স্বামী- মুক্তার হোসেন, বানু আক্তার (৪০), মর্জিনা বেগম (৪৫) সহ আরো অজ্ঞাতনামা ১০/১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ওইদিন বালিয়াডাঙ্গী থানায় লিখিত এজারহার করে। অজ্ঞাতনামা আসামীদের দেখিলে চিনিতে পারিবেন মর্মে অভিযোগকারী প্রকাশ করে।
বাদীর অভিযোগটি দেওয়ার তিনদিন অতিবাহিত হলেও এযাবৎ থানায় মামলা হিসেবে গণ্য হয়নি, কিংবা পুলিশ আসামীদের কাউকেও গ্রেফতার করতে পারেনি।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ) এস আই এরশাদ আলী বলেন, তদন্ত পূর্বক সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539