মোঃ শাহিন হাওলাদার
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ৯ জন নারী-পুরুষকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সম্প্রতি নগরীর দুটি হোটেলে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, গত ২৩ আগস্ট বিকেল পৌনে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের হোটেল ‘বাধান’-এ অভিযান চালানো হয়। এ সময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তিন যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। তারা হলেন— হোটেলের ম্যানেজার জামাল মিয়া (৩২), মাইন উদ্দিন (২০), তাহলিল আহমেদ (২৩), মাহি আক্তার (২৫) ও কলি বেগম (২৩)।
এরপর বিকেল পৌনে ৫টার দিকে নগরীর হুমায়ুন রশীদ চত্ত্বর এলাকার ‘ঢাকা প্যালেস হোটেল’-এ আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে দুই যুবক ও দুই যুবতিকে আটক করা হয়। তারা হলেন— মো. আসাদুজ্জামান (২৬), মো. ফাহিম আহমদ (২৬), জান্নাতুল ফেরদৌস (২৫) ও মনি আক্তার (১৯)।
আটক ব্যক্তিদের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539