
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ার পুলিশ প্রশাসন আজ একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পুলিশ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়া হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে। মোট ১৭টি মোবাইল ফোন উদ্ধার, পুলিশ সুপার জিডি ও আইনগত সচেতনতার পরামর্শ প্রদান
উদ্ধারকৃত মোট ১৭টি মোবাইল ফোনের হস্তান্তর করেন জনাব মোঃ মিজানুর রহমান,পুলিশ সুপার, কুষ্টিয়া। অনুষ্ঠানে তিনি মোবাইল হারিয়ে বা চুরি হওয়া ব্যক্তিদের জিডি বা মামলা করার গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি জানান,ভবিষ্যতে মোবাইল চোরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ কর্মকর্তারা সাধারণ জনগণকে সতর্ক করে বলেন, মোবাইল হারানো বা চুরি হলে দ্রুত স্থানীয় থানা,সাইবার সেলে যোগাযোগ করা উচিত। এই ধরনের উদ্যোগের মাধ্যমে চুরি হওয়া ব্যক্তিগত মালপত্রের নিরাপত্তা বৃদ্ধি এবং আইনগত সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539