দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
২৪ আগষ্ট ২০২৫ খ্রিঃ সকাল ১১:১৫ ঘটিকা হতে বরিশাল সরকারি নার্সিং কলেজের একাডেমিক ভবনের সামনে, বরিশাল সরকারি নার্সিং কলেজের বেসিক বিএসসি ইন নার্সিং কলেজের শিক্ষার্থীদের, উদ্যোগে
গত ৬ই মে ২০২৫ইং তারিখে শিক্ষার্থীদের নায্য দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত থাকায় অত্র কলেজের শিক্ষক ড. আলী আজগর, সাইব হোসেন রনি, ফরিদা বেগম কে বরিশাল নার্সিং কলেজ থেকে অবাঞ্ছিত ঘোষনা করা হয়েছিল। পরবর্তীতে নার্সিং কলেজের প্রিন্সিপাল তাদেরকে অন্যত্র বদলি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দিয়েছিলেন কিন্তু তারা এখনো স্বপদে বহাল থাকায়, তাদেরকে নার্সিং কলেজ ক্যাম্পাস থেকে বহিষ্কারের দাবিতে এক বিক্ষোভ মিছিল নিয়ে একাডেমিক ভবনের ভিতরে প্রবেশ করে তাদের অফিস রুমের সামনে বিভিন্ন রকমের উস্কানিমূলক স্লোগান দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539