
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
[ ২৪ আগষ্ট ২০২৫ ]
বিএমপি গোয়েন্দা শাখার এসআই/মোঃ লোকমান, এএসআই/আনোয়ার হোসেন বিপিএম, কং/মোঃ ফাহাদ হোসেন, কং/মোঃ ফরিদ হোসেন, কং/মোঃ আহসান হাবিব সবুজ, কং/মোঃ রাশেদ, কং/মোঃ নুরউদ্দিন, কং/মোঃ সালাউদ্দিন ইমরান, নারী কং/মোসাঃ লাইজু আক্তার গনের সমন্বিত বিশেষ আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩-০৮-২০২৫ খ্রিঃ, রাত ২২.৪৫ ঘটিকায় কোতয়ালী মডেল থানাধীন ২৫নং ওয়ার্ডস্থ রুপাতলী গোল চত্তরের উত্তর পার্শ্বে বরিশাল-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রোব জম জম হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ০১। মোঃ ইমন হোসেন (২৮), পিতা-বাসারুল দালাল, মাতা-মোসা: নুরনাহার, সাং-ব্রজবাকশা ০৬নং ওয়ার্ড, থানা-কলারোয়া, জেলা সাতক্ষীরা’র হেফাজত হতে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক তাকে আটক করেন।
ধৃত অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539