
অনিকুল ইসলাম উজ্জ্বল, নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা
ইংরেজি ২২-৮-২৫ খ্রি রাত ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানাধীন চাওড়া ইউনিয়নের লোদা গ্রামে মজিবর গাজীর ঘরের সামনে মুরগির খোপের মাটির নিচে থেকে ১.৫কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে মোসা: নুরজাহান বেগম ও লিমন গাজীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু
প্রক্রিয়াধীন।
এই তথ্য নিশ্চিত করছেন আমতলী পুলিশ প্রশাসন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539