কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নে নারী সমাবেশ অনুষ্ঠিত
হাফিজুর রহমান (যশোর) প্রতিনিধি
কেশবপুর উপজেলার ৪ নং বিদ্যানন্দকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন
বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্টিত হয়েছে।
উক্ত সমাবেশে উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি রেহানা আজাদ উপস্তিত সমাবেশে বলেন, আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। ৩১ দফা বাস্তবায়ন হলে নারীদের অধিকার নিশ্চিত হবে। মানুষের কথা বলার অধিকার থাকবে। আমাদের দেশের নারীরা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে। নারীরা দেশ গড়ার মূল কারিগর। দেশের নারীরা এখন অনেক সচেতন। মিথ্যা কিছু বলে তাদের বোঝানো যাবে না। গতকাল (২১ই আগষ্ট)বৃহস্পতিবার বিকাল তিনটার সময় বিদ্যানন্দকাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভান্ডারখোলা মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়ার সৈনিক । আমরা বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার ওপর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। এমন একজন মতৃতুল্য নেত্রীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। যেটা ছিল পরিত্যক্ত কারাগার। সেখানে কোন মানুষ বাস করতে পারে না। স্যাঁতস্যাঁতে একটি রুমে আমাদের মাতৃতুল্য নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। মিথ্যা মামলা দিয়ে ও খুন-গুম করে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে কিন্তু আওয়ামী লীগ তা করতে পারেনি। শহীদ জিয়ার আদর্শে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি কখনো কোন নির্বাচনে হারেননি। প্রতি নির্বাচনে পাঁচটি আসনে নির্বাচন করে জয়ী হয়েছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিলো শেখ হাসিনার কাছে।
কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভয় পায় শেখ হাসিনা। তারা বিএনপিকে ভয় পায়। এ জন্য ১৬টি বছর নির্বাচনের নামে প্রহসন হয়েছে।তিনি বিদ্যানন্দকাঠী ইউনিয়নে, বর্ষা ও এলাকার বন্যার পরও সমাবেশে এতলোক সমাগম হবার জন্য রেহানা আজাদ আবেগ আপ্লুত হয়ে পড়েন।তিনি কেশবপুরের মধ্যো বিদ্যানন্দকাঠী ইউনিয়নে এত লোক সমাগম হবার জন্য সমাবেশে উপস্তিত মা বোনদের অভিনন্দন জানান।
ইউনিয়ন বিএনপির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, দপ্তর সম্পাদক ফারুখ খান,আরও উপস্তিত ছিলেন,উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেল, ছাত্তদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ সহ অনন্য নেতৃবৃন্দ।
এ সমাবেশে আরো বক্তব্য রাখেন,উপজেলা মহিলা দলনেত্রী নুরুন্নাহার নুরি, আরও উপস্তিত ছিলেন জেলা সহ-সম্পাদিকা নাজমা সুলতানা, উপজেলা নেত্তী রুবি খাতুন,ভান্ডারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শহিদুল ইসলাম,দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,ইউনিয়নের কোষাধক্ষ্য সমারুল ইসলাম প্রমুখসহ অনেকে। এ সময় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ ইউনিয়নের প্রায় দুই হাজার নারী কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539