সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, চুনারুঘাট:
গত(২০ আগস্ট ২০২৫ইং) বিকাল ৫টায় চুনারুঘাট মধ্যবাজারে জাতীয় সাংবাদিক সংস্থা, চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুরের দৈনিক আজকের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে জবাই করে হত্যার প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা, চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি সারোয়ার নেওয়াজ শামীম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মন্জুরুল হক মাসুক, সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ শাখা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
বিশিষ্ট সাংবাদিক, সম্পাদক সাপ্তাহিক সেবা জনাব আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম, সাবেক সভাপতি প্রেস ক্লাব চুনারুঘাট
শ্রী উজ্জ্বল বণিক, সিনিয়র সহ-সভাপতি জাতীয় সাংবাদিক সংস্থা, হবিগঞ্জ শাখা
প্রফেসর মীর মোঃ সাজন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাতীয় সাংবাদিক সংস্থা, হবিগঞ্জ শাখা
আজিজুর রহমান হৃদয়, সহ-সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা শাখা
আব্দুল হক রেণু, সভাপতি, শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা
সুলতান খান, সিনিয়র সাংবাদিক
মোঃ মাসুক মিয়া, সাধারণ সম্পাদক উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি, চুনারুঘাট
শাওন, সভাপতি হবিগঞ্জ সদর উপজেলা শাখা
আজিজুর রহমান আজিজ।
এছাড়াও বক্তব্য রাখেন—
আব্দুল আওয়াল, সিনিয়র সহ-সভাপতি, চুনারুঘাট;
আব্দুর রউফ পাশা, সহ-সভাপতি;
ফারুক মিয়া, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক চুনারুঘাট শাখা;
জিলানী আকনজী, দৈনিক অবজারভার প্রতিনিধি;
আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক;
ছিদ্দিক আলী, মীর ফজলুর রহমান, রাসেলসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের জোর দাবি জানান। একই সঙ্গে দেশের সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539