মোঃ শাহিন হাওলাদার
খুলনা জেলা প্রতিনিধি দৈনিক দক্ষিণের অপরাধ সাংবাদ
ময়মনসিংহের ভালুকায় এক খেজুরচাষির ভালোবাসা আর স্বপ্ন ঘিরে তৈরি হয়েছে রাজকীয় এক জোড়া চেয়ার। প্রায় পাঁচ বছর ধরে শ্রম, সময় আর নিজস্ব অর্থ ব্যয়ে তৈরি এই বিশেষ আসনে বসানোর জন্য তিনি অপেক্ষা করছেন তার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
ভালুকা উপজেলার কৃষক আব্দুল মোতালেব স্থানীয়ভাবে ‘খেজুর মোতালেব’ নামে পরিচিত। পেশায় সাধারণ খেজুরচাষি হলেও তার ভালোবাসা অসাধারণ। ২০০৪ সালে তারেক রহমান তার খেজুর বাগান পরিদর্শনে আসেন। সে সময় আর্থিক অসচ্ছলতার কারণে নেতার বসার কোনো ব্যবস্থা করতে না পেরে তাকে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। সেই বেদনা থেকেই তিনি প্রতিজ্ঞা করেন, একদিন নিজের সামর্থ্যে রাজকীয় চেয়ার তৈরি করবেন, যাতে প্রিয় নেতা এলে সম্মানের সঙ্গে বসাতে পারেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) সরেজমিনে মোতালেবের বাড়িতে গিয়ে দেখা যায়, সোনালি রঙে রাঙানো কাঠাল কাঠের খোদাই করা ময়ূর, ফুল-পাতা ও নানান কারুকার্যযুক্ত দুটি চেয়ার মাঝখানে একটি টেবিলসহ সাজানো। দুই পাশে রয়েছে প্রাচীন শৈল্পিক ছোঁয়ার দুটি পাখা। এ ছাড়া অতিথি আপ্যায়নের জন্য রয়েছে দুটি ডাইনিং টেবিল ও কয়েকটি চেয়ার। সব মিলিয়ে যেন রাজকীয় আসন।
তার বাগানের কর্মচারী সুজন দীর্ঘ পাঁচ বছর ধরে এই আসবাব তৈরি করেছেন। তিনি বলেন, বাগানের কাজ শেষ করে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেছি। ২০০৯ সালে শুরু করে ২০১৪ সালে শেষ করি। খেজুরচাষি মোতালেবের ইচ্ছায় প্রতিটি আসবাব নিজ হাতে খোদাই করেছি
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539