খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লবপুর গ্রামের চান মিয়ার ছেলে মোজাম্মেল (৪২) দা’য়ের কোপে মৃ/ত্যুবরণ করেছেন। তিনি শহরের হাজীপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং সিএন্ডবি রোডে একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাজীপুরের ফারুক মোল্লার মোড় এলাকায় মদিনা ওয়ার্কশপের সামনে দাঁড়িয়ে ছিলেন মোজাম্মেল। এসময় কাউছার নামের এক ব্যক্তি হঠাৎ পেছন থেকে দা দিয়ে তার ঘাড়ে আঘাত করে। এতে গুরুতর র/ক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃ/ত্যুবরণ করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকেই হামলাকারী কাউছার পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539