খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান চার দিনের সফরে বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা আসছেন। সফরে তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করবেন।
কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত আলোচনার লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করার বিষয়ে একমত হয়েছে উভয়পক্ষ। আগামী ২৩ আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরকালে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রয়েছে। সমঝোতা স্মারক সইয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে উপস্থিত থাকবেন দেশটির বাণিজ্যমন্ত্রী কামাল খান।
ঢাকা সফরে কামাল খানের মূল বৈঠক হবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনের সঙ্গে। তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের শেষদিকে তিনি চট্টগ্রাম বন্দর পরিদর্শনে যাবেন।
সূত্র জানায়, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বিভিন্ন কারণে সফরটি পিছিয়ে যায়। এবার তিনি নির্ধারিত সময়েই ঢাকায় আসবেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরও সম্প্রতি পাকিস্তান-ভারত যুদ্ধের কারণে এক দফা পিছিয়ে যায়। সফর শেষে ২৪ আগস্ট একই সঙ্গে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539