প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
ইসরায়েলের সম্ভাব্য ব্যাপক হামলার আশঙ্কায় নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিসর। গাজার রাজধানী গাজা সিটিতে ইসরায়েলের হামলার প্রস্তুতির কারণে হাজার হাজার ফিলিস্তিনি মিসরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশ করতে পারে—এমন আশঙ্কা থেকেই কায়রো এই পদক্ষেপ নিয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) মিডল ইস্ট আইকে দেওয়া এক সাক্ষাৎকারে মিসরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বর্তমানে উত্তর সিনাইয়ে প্রায় ৪০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। ১৯৭৯ সালের মিসর-ইসরায়েল শান্তিচুক্তি অনুযায়ী এই অঞ্চলে নির্ধারিত সেনা সংখ্যার চেয়ে এই সংখ্যা বহুগুণ বেশি।
সূত্রটি জানায়, মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসি-র সরাসরি নির্দেশে এই সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে, বিশেষ করে গাজা সীমান্তবর্তী 'জোন সি' এলাকায়, সাঁজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী এবং যুদ্ধট্যাংক মোতায়েন করা হয়েছে।
ওই কর্মকর্তা আরও বলেন, মিসর মনে করে ইসরায়েল হামাসকে নির্মূল করার পাশাপাশি গাজার জনগণকে জোরপূর্বক স্থানচ্যুত করতে চায়। কিন্তু মিসর এই পরিকল্পনাকে কোনোভাবেই সমর্থন করে না এবং যেকোনো মূল্যে তা প্রতিহত করবে।
মিসরীয় কর্তৃপক্ষ ইসরায়েলকে জানিয়েছে যে, এটি একটি আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে, যদি ইসরায়েল মিসরের ভেতরে কোনো হামলা চালায়, তার কঠোর জবাব দেওয়া হবে।
ছবিটি সংগ্রহীত
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539