আর কত জীবন দিবে সড়কের রাস্তায় সাধারণ জনগণ।
খুলনা বিভাগীয় প্রতিনিধি :
খুলনা-মোংলা মহাসড়কের খাজুরা রূপসা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস পয়েন্টের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ—হেলমেটবিহীন তিনজন আরোহী অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানোর সময় পাশ দিয়ে যাওয়া ট্রাকের সাথে ভয়াবহ সংঘর্ষে লিপ্ত হয়। ঘটনাস্থলেই এক আরোহী ট্রাকচাপায় মারা যান। অপর দুইজন আরোহী ও এক পথচারী গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।
প্রতিদিনই এভাবে রাস্তায় ঝরছে প্রাণ। অথচ ট্রাফিক বিভাগের কার্যকর তদারকি চোখে পড়ে না। আইন আছে, নিয়ম আছে—কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। সড়কে ট্রাফিক পুলিশ শুধু হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে, আর বেপরোয়া চালকেরা মানুষের জীবন নিয়ে খেলা করে।
এখন প্রশ্ন হচ্ছে—মানুষ কি রাস্তায় নামলেই মৃত্যুকে আলিঙ্গন করবে? সড়কে যদি প্রশাসন ও ট্রাফিক বিভাগ তাদের দায়িত্বে ঘুমিয়ে থাকে, তবে এ মৃত্যুর দায় কে নেবে? শুধু অসচেতন চালক নয়, ট্রাফিক ব্যবস্থার ব্যর্থতাও সমানভাবে দায়ী।
উক্ত বিষয় নিয়ে ঘটনার স্থল থেকে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের বিভাগীয় প্রতিনিধি ও জেলা প্রতিনিধি বলেন সড়কে উগ্র ও বেপরোয়া চালকদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর অভিযান চালাতে হবে।
হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীকে এক ইঞ্চি ছাড় দেওয়া যাবে না।
ট্রাফিক বিভাগকে মাঠে নামতে হবে—কাগজে কলমে নয়, বাস্তবে।
মনে রাখুন—আইন না মানলে রাস্তাই হবে মৃত্যুর ফাঁদ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539