খুলনা জেলা প্রতিনিধি
মোঃ শাহিন হাওলাদার
সিলেটের তিন উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে আরও ২ লাখ ৭৫ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু কোম্পানীগঞ্জের উৎমা ছড়া এলাকা থেকেই উদ্ধার করা হয়েছে দুই লাখ ঘনফুট পাথর।
সোমবার (১৮ আগস্ট) সকাল থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল পর্যন্ত কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এই অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টার দিকে কোম্পানীগঞ্জের উৎমা ছড়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করে তারা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হকের নেতৃত্বে উৎমা বিওপির আদর্শগ্রামে এ অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে সেখানে পাথর থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী সেখানে ফের অভিযানে গিয়ে দুই লাখ ঘনফুট পাথর জব্দ করে। একইদিন জেলার গোয়াইনঘাট উপজেলার জুমপাড়ায় অভিযান চালিয়ে ওই এলাকার একটি পুকুর থেকে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২টার দিকে জুমপাড়ায় অভিযান চালিয়ে দুই হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
এ নিয়ে ওই এলাকা থেকে জব্দ পাথরের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ হাজার ঘনফুট। এর মধ্যে তিন হাজার ঘনফুট পাথর সাদাপাথরে প্রতিস্থাপন হয়েছে। বাকি পাথর জাফলং জিরো পয়েন্টে নদীতে ফেলা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার রাতে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
ওই অভিযানে নেতৃত্ব দেন সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি বলেন, রাতে অভিযান চালিয়ে ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়।
এ ছাড়া জৈন্তাপুর উপজেলায় সোমবার সন্ধ্যা পর্যন্ত অভিযানে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করে উপজেলা প্রশাসন।
এ ব্যাপারে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী বলেন, ‘সোমবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তিনটি স্পটে অভিযান চালিয়েছি। বাংলাবাজার স্পটে নিলাম হয়েছে ৩৫ ট্রাক বালু।
বাকি দুই স্পটের ক্রাশার মিল থেকে সাড়ে ৯ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539