
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে অবস্থিত ‘উজ্জ্বল ফার্মেসি-তে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ওষুধ বিক্রির অভিযোগে তীব্র বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
আজ রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা ফার্মেসিটিকে ঘিরে রেখে স্লোগান দিতে থাকে এবং প্রায় আধঘণ্টা সড়ক অবরোধ করে রাখে যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কুষ্টিয়া সরকারি কলেজের এক শিক্ষার্থী উজ্জ্বল ফার্মেসিতে কিছু ওষুধ কিনতে যান।
কেনার পর তিনি দেখতে পান ওষুধের প্যাকেটের গায়ে লেখা সর্বোচ্চ খুচরা মূল্য (MRP) থেকে তার কাছে বেশি দাম রাখা হয়েছে। এ নিয়ে তিনি ফার্মেসির বিক্রেতার সাথে কথা বললে তাকে অসভ্য আচরণের শিকার হতে হয় বলে অভিযোগ ওঠে।
এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে আশেপাশের অন্যান্য শিক্ষার্থী ও সাধারণ জনতা ঘটনাস্থলে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করেন। তারা ওষুধ নিয়ে সিন্ডিকেট,মানি না,মানব না অতিরিক্ত দাম নেওয়া বন্ধ কর। প্রশাসনের হস্তক্ষেপ চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। প্রতিবাদ কারীরা অভিযোগ করেন,শুধু এই ফার্মেসিই নয়,শহরের অনেক ফার্মেসিই দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের দাম বেশি রাখছে।
আন্দোলনরত শিক্ষার্থী আল-আমিন হোসেন বলেন, "উজ্জ্বল ফার্মেসি দীর্ঘদিন ধরে ছাত্র-ছাত্রী ও সাধারণ রোগীদের কাছ থেকে ওষুধের অতিরিক্ত দাম নিয়ে আসছে। আজ একজন প্রতিবাদ করায় বিষয়টি সামনে এসেছে। আমরা এর একটি স্থায়ী সমাধান চাই। প্রশাসনকে অবশ্যই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539