মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের পাক-পাহাড়পুর নিবাসী, বীর মুক্তিযোদ্ধা এম আব্দুর রহিম (৮০) রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট ২০২৫) বিকেল সোয়া ৫টায় শহরের লোক ভবন মাঠে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। পরে বাদ আছর তাঁর জানাজা অনুষ্ঠিত হয় এবং শেখ জাহাঙ্গীর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জানে আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, কোতয়ালী থানার ওসি মো. নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলী মঙ্গলিয়া, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মোকাররম হোসেন, দিগন্ত শিল্পী গোষ্ঠীর সভাপতি ফারুক গজনবী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দিনাজপুর জেলা শাখার সভাপতি এএমডি আরজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক, খেলোয়াড়, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসী। জানাজার ইমামতি করেন পাক-পাহাড়পুর জামে মসজিদের ইমাম মো. আব্দুল ওয়াহেদ।
আগামী ১৫ আগস্ট শুক্রবার জুমার নামাজ শেষে পাক-পাহাড়পুর জামে মসজিদে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১২ আগস্ট) রাত ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ফটো সাংবাদিক ইউসুফের বড় মামা এবং সাবেক গোলরক্ষক ও বর্তমান ফুটবল কোচ নাসিম পারভেজ পুতুল ও নিভেলের পিতা ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539