
মোঃ তুহিন দেওয়ান।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে গঠিত ভোলা জেলা যুবদলের (আংশিক) নতুন কমিটিতে তজুমদ্দিন উপজেলার উদীয়মান যুবনেতা মোঃ হাসান সাফা পিন্টু-কে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।
এই আংশিক কমিটি ৪ আগস্ট ২০২৫ তারিখে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান এর স্বাক্ষরে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়।
মোঃ হাসান সাফা পিন্টু, তজুমদ্দিন উপজেলার একজন পরিচিত ও জনপ্রিয় যুবনেতা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে যুব সমাজকে সংগঠিত করার কাজ করে আসছেন। মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং দলীয় আদর্শের প্রতি অটল বিশ্বাসের কারণে তিনি সংগঠনের উচ্চ পর্যায়ের নেতাদের আস্থা অর্জনে সক্ষম হন।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মোঃ হাসান সাফা পিন্টু বলেন –
> “এই দায়িত্ব আমার জন্য গর্বের, তেমনই বড় একটি দায়িত্বও। আমি দলের প্রতি বিশ্বস্ত থেকে ভোলা জেলা ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত করতে চাই।”
এই কমিটিতে সভাপতিসহ মোট ১৯ জনকে বিভিন্ন পদে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের মধ্যে মোঃ হাসান সাফা পিন্টুর নাম সহ-সভাপতি তালিকার ১৪তম স্থানে উল্লেখ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539