হাসান হৃদয়
লালমোহন,
১০ আগস্ট, ২০২৫ ইং তারিখ সর্বাত্মক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মঞ্জুর মোর্শেদ আলম মহোদয়ের প্রত্যক্ষ নির্দেশনায়, ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক মহোদয়ের তত্ত্বাবধানে ও অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নেতৃত্বে লালমোহন থানার কালমা ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
এসময় অটো, হোন্ডা, সিএনজি, মাইক্রোবাস সহ বিভিন্ন যায়গায় এই অভিজান পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539