মোঃ: নাছির উদ্দিন
দীঘিনালা খাগড়াছড়ি ।
গত ৮ আগস্ট রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা জোনের বেতছড়ি সাব জোনের একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি টহল দল অংশ নেয়।
অভিযান চলাকালে পাচারের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ORIS Silver, PATRON এবং অন্যান্য ব্র্যান্ডের হাজার হাজার প্যাকেট, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে সেনাবাহিনী জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ পণ্য পাচার বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539