
ইঞ্জি.আল আমিন চৌধুরী (ঢাকা জেলা প্রতিনিধি)
র্যাব-১০ এর অভিযানে ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ, গ্রেফতার ১ জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের ভাঙ্গা টোল প্লাজা সংলগ্ন এক্সপ্রেসওয়ে এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ০৯:৫০ ঘটিকায় টোল প্লাজার পশ্চিম পাশে একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪ লাখ ২৬ হাজার টাকা মূল্যমানের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাঁজা ও প্রাথমিক তথ্য:
উদ্ধার করা গাঁজার পরিমাণ: ১৪ কেজি ২০০ গ্রাম
আনুমানিক বাজারমূল্য: ৪,২৬,০০০/- টাকা
পরিবহনে ব্যবহৃত যান: যাত্রীবাহী বাস (ঢাকা-গোপালগঞ্জ রুট)
আটক: ১ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী
র্যাব জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে বাসের যাত্রী সেজে মাদক পরিবহন করছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের উদ্দেশ্যে তিনি দীর্ঘদিন ধরে এই কৌশল অনুসরণ করছিলেন।
র্যাব-১০ আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অঙ্গীকার
মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করতে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে—
"সমাজ থেকে মাদক নির্মূল এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে র্যাব নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মাদকবিরোধী এ ধরনের সফল অভিযান দেশের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539