
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলার মিরপুর উপজেলার তালতলা হাইওয়ে এলাকায় পরিচালিত এই অভিযানে প্রায় ১৪০৩ কেজি জাল জব্দ করা হয়,যার আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ টাকারও বেশি।
এসময় অবৈধ জাল পরিবহন ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে ৭ ব্যক্তিকে জরিমানা করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ টহল দল আজ সকালে মিরপুর-ভেড়ামারা মহাসড়কের তালতলা এলাকায় অবস্থান নেয়। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে প্রায় ১৪০৩ কেজি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজার মূল্য ৫৬,১২,০০০/- (ছাপান্ন লক্ষ বারো হাজার) টাকা।
অভিযানকালে অবৈধ জাল পরিবহনের দায়ে ঘটনাস্থল থেকে ০৭ ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রত্যেককে ২০০০/- (দুই হাজার) টাকা করে,সর্বমোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক বলেন, "দেশের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চায়না দুয়ারি ও কারেন্ট জালের ফাঁদ ছোট-বড় সকল প্রজাতির মাছ এবং জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি। এই জালের ব্যবহার দেশের মৎস্য আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। জব্দকৃত অবৈধ জালগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করার প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবির এই সফল অভিযানকে স্থানীয় মৎস্যজীবী ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539