মোঃ নাঈম হাওলাদার
দৈনিক দক্ষিনের অপরাধ ক্রাইম রিপোর্টে তজুমদ্দিন উপজেলা
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ - একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী সমাজসেবামূলক সংগঠন, যা ৩ ফেব্রুয়ারি ২০২৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি সমাজের পিছিয়ে পড়া, গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো, তাদের নানাভাবে সাহায্য ও সহযোগিতা করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবিক সেবামূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এই সংগঠনের মূল লক্ষ্য হলো “মানবতার কল্যাণে কাজ করা এবং একটি সুন্দর, সচেতন ও সবুজ সমাজ গড়ে তোলা।” এই লক্ষ্যকে সামনে রেখে সংগঠনটি ২০২৫ সালের আগস্ট মাসে একটি গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে, যা তাদের পরিবেশ-সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন।
বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় তজুমউদ্দিন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় — যেমন স্কুল,মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণ, রাস্তার পাশ, খালি জায়গা এবং দরিদ্র পরিবারের বাড়ির আশপাশে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল: পরিবেশ রক্ষা,গ্রীন হাউজ ইফেক্ট ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পরিবেশ তৈরি করা।সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা
কর্মসূচিটি শুরু হয় সকাল ৯টায়। এতে ফাউন্ডেশনের সদস্যরা ছাড়াও স্থানীয় সেচ্ছাসেবক, শিক্ষার্থীরা এবং গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন। এদিন প্রায় ২০টির বেশি বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। রোপণ করা গাছগুলোর মধ্যে ছিল: নিম, অশ্বত্থ, তেঁতুল ইত্যাদি। গাছগুলো এমনভাবে রোপণ করা হয় যাতে সেগুলো ভবিষ্যতে ছায়া দেয় এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ বাড়ায়।
উক্ত কর্মসূচির উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রাকিব,মোঃ সোহেল। অর্থ সম্পাদক মোঃ আরিফ,মোঃ ছোটন। মিডিয়া সম্পাদক- মোঃ অনিক, মোঃ সামিম আরো অনেকে। তাঁরা উদ্বোধনী বক্তৃতায় বলেন, “গরিব মানুষদের সাহায্য করার পাশাপাশি আমরা পরিবেশ নিয়েও ভাবি। গাছ আমাদের জীবন রক্ষা করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি গাছ লাগানো।”
কর্মসূচির সময় পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা সভা এবং ছোট শিশুদের মাঝে গাছের উপকারিতা বিষয়ক তথ্য তুলে ধরা হয়। গাছ লাগানোর পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে প্রতিটি গাছের পরিচর্যার জন্য আলাদা দল গঠন করা হয়, যাতে তা সঠিকভাবে বেড়ে উঠতে পারে।
এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি প্রকল্প নয়, বরং এটি একটি মহতী উদ্যোগ, যা পরিবেশ রক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। ফাউন্ডেশনের এই উদ্যোগ স্থানীয় মানুষদের মাঝে ব্যাপক প্রশংসিত হয় এবং অনেকেই নিজেরা গাছ লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
শিবপুর যুব কল্যাণ ফাউন্ডেশন ১৯ ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে। তাদের এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজের অন্য যুব সংগঠনগুলোর জন্য অনুকরণীয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539