স্টাফ রিপোর্টারঃ- মোঃ নাহিম
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ
গতকাল , ০৬ আগস্ট, ২০২৫, সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদাত বার্ষিকী। তিনি ১৯৭৯ সালে নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী আধুনিকতা ও গৌরবের এক নতুন অধ্যায় প্রবেশ করে। ১৯৮৪ সালের ৬ই আগস্ট তিনি নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্বরত অবস্থায় শাহাদাত বরণ করেন। নৌ-সদর দপ্তরের পাশে চিরনিদ্রায় শায়িত এই বীরের স্মরণে আজ নৌবাহিনীর প্রতিটি ঘাটিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ নৌবাহিনী সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান - কে দেশ ও নৌবাহিনীর প্রতি তাঁর অবদানের জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539