মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুুরো প্রধান।
কুষ্টিয়ায় জেলা পরিষদের নবনির্মিত ৯ তলা ভবনের দোকান বরাদ্দে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি টিম। দুদক সূত্রে জানা গেছে, নির্মাণকাজ থেকে শুরু করে দোকান বরাদ্দের প্রতিটি ধাপে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে এসব অভিযোগ প্রকাশিত হওয়ার পরই বিষয়টি আমলে নেয় দুর্নীতি দমন কমিশন। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক বিজন কুমার রায়। অভিযানকালে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র পর্যালোচনা শুরু করে তদন্তকারী দল। প্রাথমিকভাবে নবনির্মিত ভবনের নির্মাণ ব্যয়, দোকান বরাদ্দের নিয়মনীতি, আবেদন যাচাই প্রক্রিয়া এবং অর্থ পরিশোধ সংক্রান্ত রেকর্ডপত্র খতিয়ে দেখা হচ্ছে। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগের যথার্থতা যাচাই করতে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। তদন্ত শেষে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে কিছু ব্যক্তিকে প্রাধান্য দিয়ে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, অনেক দোকান বরাদ্দপত্রেই ন্যূনতম নীতিমালা অনুসরণ করা হয়নি। এদিকে,জেলা পরিষদের পক্ষ থেকে কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বক্তব্য না দিলেও অফিসের একটি সূত্র জানিয়েছে,তদন্তে সার্বিক সহযোগিতা করছে কর্তৃপক্ষ। জনগণের করের টাকায় নির্মিত এমন সরকারি স্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539