বিজয় চৌধুরী(বিশেষ প্রতিনিধি)
৪০০ পিস ইয়াবা, ৭২০ কেজি সয়াবিন দানা উদ্ধার; একজন মাদক কারবারি আটক
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে সফল অভিযান চালিয়ে প্রায় ২ লক্ষ ৪৯ হাজার টাকা মূল্যের ৪০০ পিস ইয়াবা এবং ৭২০ কেজি সয়াবিন দানা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর একটি নির্দিষ্ট এলাকায় কোস্ট গার্ডের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে অংশগ্রহণকারী টহল দলের সদস্যরা একটি সন্দেহভাজন নৌযানকে নদীতে চলাচলের সময় থামার নির্দেশ দেয়। তবে নির্দেশ অমান্য করে নৌযানটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে নৌযানটি থামানো হয়।
তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৪০০ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ সয়াবিন দানা, যা অবৈধভাবে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আটককৃত মাদক কারবারি প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।
কোস্ট গার্ড জানায়, শুধুমাত্র ইয়াবা নয়, সম্প্রতি বিভিন্ন সীমান্ত এবং জলসীমায় খাদ্যপণ্য, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী এবং কৃষিপণ্য চোরাচালানের ঘটনাও বাড়ছে। এ ধরনের কার্যক্রম দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই কোস্ট গার্ড মাদক ও চোরাচালান বিরোধী অভিযান আরও জোরদার করছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, “আমরা দেশের জলসীমা নিরাপদ রাখতে সর্বদা প্রস্তুত। মাদক ও অবৈধ পণ্যের বিস্তার রোধে আমাদের তৎপরতা চলমান থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই অভিযানের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে, দেশের সীমান্ত ও জলসীমা নিরাপত্তায় কোস্ট গার্ড অত্যন্ত সক্রিয় ও দক্ষ ভূমিকা পালন করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539