মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।
খাগড়াছড়ির দীঘিনালায় ছড়ায় পড়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ৯২ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের ০৩ নম্বর ওয়ার্ডের নলকাটা জাম্বুরা পাড়া এলাকার ছড়া থেকে শুক্র চার্য্য চাকমার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।
এর আগে সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শুক্র চার্য্য। পরদিন সকালে বাড়ির পাশের কবাখালী ছড়ার ধারে তার গামছা পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালান। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও প্রশাসনকে। ডুবুরি না থাকায় ফায়ার সার্ভিস সীমিতভাবে তল্লাশি চালায় বলে জানান দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা পংকজ বড়ুয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারকে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539