মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, কুষ্টিয়া জেলা শাখা'র আংশিক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
কমিটিতে শাহারিয়া ইমন রুবেলকে সভাপতি ও অঞ্জন কৃষ্ণ শীলকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় কুষ্টিয়া শহরের দিশা টাওয়ারে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির এক সভায় এ কমিটি অনুমোদন করা হয়।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা স্বাক্ষরিত ওই কমিটিতে অনান্যরা হলেন, সহ-সভাপতি আবু মনি সাকলায়েন, যুগ্ম সম্পাদক রজনী চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক রাব্বি আল আমিন ও দফতর সম্পাক আব্দুস সালাম।
উক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি বরাবর প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
ছবি: বাম থেকে শাহারিয়া ইমন রুবেল ও অঞ্জন কৃষ্ণ শীল
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539