
মোঃ বিজয় চৌধুরী
পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় প্রায় ১,১০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
অভিযান পরিচালনাকালে দেখা যায়, কিছু অসাধু ব্যবসায়ী গোপনে এই পলিথিন মজুদ ও বাজারজাত করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করে তাৎক্ষণিকভাবে ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে, পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং মাটির উর্বরতা হ্রাস করে। তাছাড়া, জলজ প্রাণী ও গবাদি পশুর জন্যও এটি মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে এবং নিষিদ্ধ পলিথিন উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত বন্ধে কঠোর নজরদারি রাখা হবে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণকে এই বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539