মোঃ সানজিদ ইকবাল
স্টাফ রিপোর্টার।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাংলা বাজার সংলগ্ন পদ্মা নদীর চরে বজ্রপাতে ১০-১১টি মহিষ মারা গেছে। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহিষগুলোর মধ্যে ছয়টি ছিল গাভী। প্রাণীগুলোর মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ থেকে ২৫ লাখ টাকা বলে জানা গেছে। চরে খোলা অবস্থায় মহিষগুলো চড়াতে নিয়ে যাওয়া হয়েছিল। বজ্রপাতের সময় আশেপাশে কোনো মানুষ না থাকায় প্রাণহানির ঘটনা ঘটেনি।
এ ঘটনায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় খামারিরা। তারা সরকারি সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539