মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
“জুলাই অভ্যুত্থান” উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট ২০২৫) দিনাজপুর শহরের ইনস্টিটিউট মাঠে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমীর মুহতারাম অধ্যক্ষ আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থীবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও দিনাজপুর শহর শাখার সভাপতি মোঃ মুশফিকুর রহমান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির।
বক্তারা তাঁদের বক্তব্যে “জুলাই অভ্যুত্থান”-এর ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন এবং ইসলামী আন্দোলনের বর্তমান ধারা, সাংস্কৃতিক চেতনার উন্মেষ, এবং তরুণ প্রজন্মকে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। দিনাজপুরবাসী ও অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539