ভেড়ামারা উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় গতরাত(শনিবার ২/৮/২৫) আনুমানিক ১০ টার দিকে ভেড়ামারা উপজেলার ১নং ব্রিজ এলাকার লেকভিউ হোটেলের পাশে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। হোটেলের কাজ শেষে রাতে স্বামীর ভ্যানে করে বাড়ি ফিরছিলেন ওই গৃহবধূ। পথিমধ্যে লেকভিউ হোটেলের পাশে পৌঁছালে চারজন যুবক তাদের গতিরোধ করে। এরপর স্বামীর সামনে জোরপূর্বক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে পালিয়ে যায়।
পরবর্তী তে সন্দেহ ভাজন কয়েকজন আটক হলেও ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তাদের কে একত্রে নিয়ে জিজ্ঞাসাবাদ করা নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে। সন্দেহ ভাজন ব্যক্তি এবং ভিকটিম ও তার স্বামীর সাথে কাউকে যোগাযোগ এমনকি সাংবাদিকদের কেও কথা বলতে না দেওয়ায় প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে ভিকটিম এর এক ভাই বলেন, আমি তার সম্পর্কে ভাই কিন্তু আমাদের কেও তাদের সাথে কথা বলতে দেয়নি। শারীরিক কি অবস্থা তাদের তাও জানিনা। এমনকি চিকিৎসা করানো বা হাসপাতালে নিয়েছে কিনা সেটাও জানতে পারিনি তাদের সাথে কথা বলতে না দেওয়ায়।
ভেড়ামারা সাংবাদিকগণ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে প্রকৃত ধর্ষকদের গ্রেফতার এর জোর দাবী জানিয়েছেন এবং পুলিশ প্রশাসন কে এ বিষয়ে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহবান জানিয়েছেন। ধর্ষক যেই হোক তাদের সাথে কোন আপোষ নয়।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539