শিক্ষা ও চেতনার মেলবন্ধনে তরুণদের প্রাণবন্ত অংশগ্রহণ
মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর সরকারি কলেজ মাঠে আজ শনিবার (২ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত হলো “জুলাই স্মৃতি আন্ত:ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫”।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দিনাজপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ এ.কে.এম আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার সভাপতি মুশফিকুর রহিম। তিনি তরুণ সমাজের মাঝে খেলাধুলার মাধ্যমে গঠনমূলক ও ইতিবাচক মানসিকতা তৈরির উপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ এ.কে.এম আব্দুল্লাহ বলেন—
> “শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়—
> “জুলাই কেবল একটি ক্যালেন্ডারের মাস নয়, এটি আত্মত্যাগ, আদর্শ ও ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাসের প্রতীক। সেই চেতনার উত্তরাধিকারী হয়েই এ টুর্নামেন্টের আয়োজন।”
টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের দলগুলো অংশ নিচ্ছে। দিনব্যাপী খেলার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে যেমন প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, তেমনি তৈরি হয়েছে সৌহার্দ্য, ঐক্য ও বন্ধুত্বের এক উজ্জ্বল মেলবন্ধন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539