মোঃ সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি
জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের কার্যক্রম বন্ধের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে এক ব্যতিক্রমধর্মী গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) জুমার নামাজের পর বীরগঞ্জ পৌর শহরের ঈদগাহ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে এক গণসমাবেশে পরিণত হয়।
মিছিলে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লি, ছাত্র-জনতা, সমাজসেবকসহ নানা শ্রেণিপেশার মানুষ। সমাবেশস্থল ছিল রেললাইনের পাশেই, যেখানে দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য—সমাবেশে আগতদের জন্ (সাইটে) গরম গরম মিষ্টি তৈরি করে তা তাৎক্ষণিকভাবে পরিবেশন করা হয়। আয়োজকদের উদ্যোগে রেললাইনের পাশে চুলা বসিয়ে মিষ্টি তৈরি ও বিতরণের এই আয়োজন উপস্থিত জনতার মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের আবহ তৈরি করে।
গণসমাবেশে বক্তারা জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই কমিশন বারবার বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। নিরপেক্ষতার মুখোশ পরে তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, যা একটি সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ।”
তারা অবিলম্বে এই ধরনের হস্তক্ষেপমূলক কার্যক্রম বন্ধের জোর দাবি জানান।
স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতারা বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে জাতীয় স্বার্থে সকলকে সঙ্গে নিয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বক্তব্য ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা দেশের স্বার্থে ঐক্যবদ্ধ অবস্থান জানান এবং ভবিষ্যতেও জাতীয় ইস্যুতে সক্রিয় থাকবেন বলে অঙ্গীকার করেন।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539