মো: সাবিত হোসাইন স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার কুমারখালীতে কালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সোহানা শেষমেশ উদ্ধারই হলেন! তবে পানির নিচ থেকে নয়, বরং ঢাকার ফ্ল্যাটের বেডরুম থেকে।
প্রায় ১০ দিন আগে ‘নিখোঁজ’ হয়ে যান সোহানা খাতুন। পরিবার আর এলাকাবাসী ভেবেই নিয়েছিল, বেচারি ডুবে গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুইদিন ধরে পানিতে খুঁজে হয়রান, নদীর পাড়ে চলেছে আহাজারি, কাঁদতে কাঁদতে মা শিরিনা খাতুন প্রায় অচেতন, আর বাবা গোলাম মওলা পিঠ ঠেকিয়ে বসেছিলেন ঘরের বারান্দায়, চোখে শূন্যতা, মনে শুধু একটা প্রশ্নঃ সোহানা কই গেলো?
আর সোহানা? তিনি তখন ঢাকায়! খালাতো ভাই ও প্রাক্তন স্বামীর বাসায় দিব্যি সংসার করছেন। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছিল তাদের, এরপর পরিবারকে না জানিয়ে আবার পুরনো প্রেমে ফেরত গেছেন সোহানা। মানে, “এক্স রিটার্নস ডাইরেক্ট ঢাকা চ্যাপ্টার।
এদিকে গ্রামের মানুষ জন ভেবেছে ভূত তুলে নিয়ে গেছে, কেউ বলেছে নদীর পেট চিরে বের করতে হবে
শেষমেশ দেখা গেল, মেয়ে গা ঢাকা দিয়েছিল প্রেমের আশ্রয়ে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539