বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানার ময়লা আবর্জনার স্তুপ হতে ৭টি বন্দুকের গুলি উদ্ধার করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
৩১ জুলাই বৃহস্পতিবার সকালে প্রতিদিনের ন্যায় পরিচ্ছন্যতা কর্মি থানা ভবন পরিস্কার করে ময়লা ফেলতে গেলে সেখানে বন্দুকের গুলি দেখতে পায়। পরে তা উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়। বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসান জাহিদ সরকার জানান, গত ৫ আগষ্ঠ বোচাগঞ্জ থানা ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনাার পর থানায় রক্ষিত ১১টি বন্দুক, ১টি রিভালবার, বন্দুকের গুলি ১৮৬টি, রিভালবারের গুলি ২১ ও .২২বোর রাইফেলের গুলি ৩৩৮টি পাওয়া যায়নি। তার মধ্যে থেকে বন্দুকের গুলি ৭টি উদ্ধার করা হলো।
ওসি হাসান জাহিদ সরকার বলেন, হারিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারে থানা পুলিশ বিভিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539