
মো: সালাম রাব্বানী
দিনাজপুর জেলা প্রতিনিধি
দিনাজপুর শহরে প্রথমবারের মতো শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় গোর-এ-শহীদ বড়মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড়মাঠে গিয়ে মিছিলটি শেষ হয়।
কালো পোশাক পরিহিত শিয়া মুসলমানরা হাতে বাঁশ, ব্যানার ও তাজিয়া নিয়ে ঢোলের তালে তালে নির্দিষ্ট ছন্দে স্লোগান দিতে দিতে মিছিলে অংশগ্রহণ করেন। এই ব্যতিক্রমধর্মী আয়োজনে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত ছিলেন। মিছিলটি মূলত কারবালার হৃদয়বিদারক ঘটনার স্মরণে আয়োজন করা হয়।
প্রতি বছর মহররম মাসের ১০ তারিখে আশুরা উপলক্ষে হজরত ইমাম হোসাইন (রা.)-এর কারবালায় শাহাদাত স্মরণে তাজিয়া মিছিল করে থাকেন শিয়া মুসলমানরা। এই শোকযাত্রা ‘কারবালার শোকযাত্রা’ নামে পরিচিত। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ কয়েকটি জেলায় এ আয়োজন নিয়মিত হলেও দিনাজপুরে এই প্রথমবার এমন আয়োজন দেখা গেল।
মিছিলে অংশগ্রহণকারীদের আচরণ, পোশাক ও শোক প্রকাশের পদ্ধতি দেখে অনেক পথচারী কৌতূহল প্রকাশ করেন। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন, কেউবা দাঁড়িয়ে থেকে পুরো দৃশ্য অবলোকন করেন। অনেকের কাছে এটি ছিল একেবারেই নতুন অভিজ্ঞতা।
বিশ্বব্যাপী শিয়া মুসলমানরা মূলত ইরান, ইরাক, লেবানন, বাহরাইন ও পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ। বাংলাদেশে তারা সংখ্যায় কম হলেও ঢাকাসহ কয়েকটি জেলায় মহররম উপলক্ষে সক্রিয়ভাবে নানা আচার-অনুষ্ঠান পালন করে থাকেন।
দিনাজপুরে এই প্রথম তাজিয়া মিছিলের আয়োজন শহরের ধর্মীয় বৈচিত্র্য এবং সহনশীলতার এক নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539