মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।
কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের হালসা খেজুরতলা সংলগ্ন জিকে গঙ্গা-কপোতাক্ষ সেচ খাল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা খালে মরদেহ টি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে হালসা এলাকার কয়েকজন বাসিন্দা জিকে খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন।
মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন করে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
সকাল আনুমানিক ৯ : টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ প্রচেষ্টায় খাল থেকে মরদেহ টি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মরদেহ টি আনুমানিক ৩৫-৪০ বছর বয়সী একজন পুরুষের।
তার পরনে একটি শার্ট ও প্যান্ট ছিল। লাশের শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে,তার মৃত্যু কয়েকদিন আগে হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং শরীরে কোনো সুস্পষ্ট আঘাতের চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানাই "স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করেছি। লাশের পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
জনবহুল সড়কের পাশের খাল থেকে লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয়দের অনেকে আশঙ্কা করছেন। পুলিশ আশেপাশের বিভিন্ন থানায় নিখোঁজ সংক্রান্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) আছে কিনা,তা খতিয়ে দেখছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539