মো. সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরলে “সবুজ জীবনের জন্য বৃক্ষ রোপণ” কর্মসূচির আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এপি। আজ বুধবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরল এপি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বিরল এপি’র এরিয়া ম্যানেজার নীতা ফ্লোরা দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজীত শাহা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম
প্রোগ্রাম অফিসার এন্টেনা দাস, গোলাম সাকলাইন, তিথি সিং, আসনটা মার্ডি, প্রদীব কুমার রায়
স্পন্সরশিপ ও চাইল্ড প্রটেকশন অফিসার পেট্রিক রুরাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ প্রোগ্রামে অন্তর্ভুক্ত ২,২৩৮ জন শিশুর পরিবারের মাঝে একটি করে লিচু, আম ও ডালিম গাছের চারা বিতরণ করেন।
এ সময় বক্তারা বলেন, এই উদ্যোগ পরিবেশ সুরক্ষার পাশাপাশি শিশুদের পরিবারে ফলজ গাছ রোপণে আগ্রহী করে তুলবে। ভবিষ্যৎ প্রজন্ম যেন সবুজ ও টেকসই পরিবেশে বেড়ে উঠতে পারে—সেই লক্ষ্যেই এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539