যশোর প্রতিনিধি:
দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ ও দক্ষিণের অপরাধ টিভির যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমানের অষ্টম বিবাহ বার্ষিকী আজ উদযাপিত হয়েছে।
এই বিশেষ দিনে তিনি দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদের সকল কলাকুশলী, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং প্রিয় পাঠক-পাঠিকা বৃন্দের নিকট দোয়া প্রার্থনা করেছেন। তিনি ও তার পরিবার যেন সুখ-শান্তি ও সমৃদ্ধির সঙ্গে জীবন যাপন করতে পারেন, সেই কামনায় তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা প্রত্যাশা করেন।
সাংবাদিক হাফিজুর রহমান যশোর জেলার একজন নিরলস ও নিষ্ঠাবান সংবাদকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। তিনি অপরাধ, সমাজ সচেতনতামূলক সংবাদ ও মানবিক কর্মকাণ্ড নিয়ে সংবাদ পরিবেশনের জন্য প্রশংসিত।
প্রকাশক ও সম্পাদক : বাহাদুর চৌধুরী মোবাইল: ০১৩২৩০০২৩৭৭
সহসম্পাদক : মেহেদী হাসান হৃদয় মোবাইল:০১৬১০০৯৩৬২২
বার্তা ও বাণিজ্যিক কার্যলয়ঃ চৌধুরী কমপ্লেক্স, চেয়ারম্যান বাজার, চরফ্যাশন, ভোলা ।
মোবাইলঃ০১৩২৩০০২৩৭৭ ইমেইলঃ mh01610093622@gmail.com T.L.No:183 T.I.N:534926870539